বিনোদন ডেস্ক : সানি লিওন কোনো কিছুতে আছেন মানেই মাথা ঘুরিয়ে দেওয়া ব্যাপার-স্যাপার থাকবেই। কারণ তিনি বড়দের উপযোগী ছবির বিখ্যাত একজন অভিনেত্রী। সেজন্যই কি-না মুক্তি প্রতীক্ষিত তেলেগু ভাষার ছবি ‘কারেন্ট থিগা’ ‘এ’ (প্রাপ্তবয়স্ক) সনদপত্র পেলো।
সানি লিওনের আইটেম গান অপ্রাপ্তবয়স্কদের জন্য নয়
ছবিটির ‘সানি সানি’ শিরোনামের একটি চটুল গানে নেচেছেন সানি। মূলত এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড৷ ওই গানটা না থাকলেই ছবিটি ‘ইউ’ (অপ্রাপ্তবয়স্ক) সনদ পেতো বলে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)৷ তবুও ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীর আইটেম গানটি বাদ দেওয়ার ইচ্ছা তাদের নেই। কারণ এ নিয়ে দর্শকদের আগ্রহ ব্যাপক।
নাগেশ্বর রেড্ডি পরিচালিত ‘কারেন্ট থিগা’ ছবিতে অভিনয় করেছেন মনোজ মঞ্চু, রাকুল প্রীত সিং ও জগপতি বাবু৷ এটি মূলত তামিল ছবি ‘বৃথা পড়তা বলবীর সঙ্গম’ ছবির তেলেগু রিমেক৷ ১৭ অক্টোবর এটি সারা ভারতের প্রেক্ষাগৃহে মুক্মি পাচ্ছে।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়