কানিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে ২৬ লাখ টাকার সৌদি রিয়াল ও জাপানি ইয়েনসহ নাজমুল হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ ডিনিউজকে জানান, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গোধূলী এক্সপ্রেসে রাতে ঢাকায় আসেন নাজমুল। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্টেশনেই তল্লাশি করা হয়। দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মুদ্রাগুলো উদ্ধার করা হয়।’
নাজমুলের বিরুদ্ধে রেলওয়ে থানায় গতকাল রাতেই মামলা হয়েছে। মামলা নম্বর-১০। আজ সকালে আসামিকে আদালতে পাঠানো হবে বলে ওসি জানান।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়