Monday, October 20

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২১


আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে এক মসজিদে জানাজা নামাজ চলাকালীন সময়ে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২১ জন মুসল্লী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩৫ জন।রোববার পশ্চিম বাগদাদের হার্থিয়া এলাকার একটি শিয়া মসজিদে এ ঘটনা ঘটে। পুলিশ ও চিকিৎসাকর্মীরা জানান, এক ব্যক্তির জানাজা নামাজ চলাকালে হামলাকারী মসজিদের ভেতরে প্রবেশ করে ভিড়ের মাঝে বিস্ফোরণ ঘটায়। এ সময় ওই হামলাকারীও নিহত হয়েছে বলে দাবি করেন তারা। তবে এখন পর্যন্ত কোনও দল বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এদিকে একই দিন উত্তর বাগদাদের তারমিয়াহ এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও আটজন আহত হয়েছে।সূত্র আলজাজিরার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়