কানিউজ ডেস্ক: গতকাল বিএনপির দলীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদলের নেতা-কর্মীদের হাসপাতালে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে কাকরাইলের ইসলামী ব্যাংক ও শাহাবুদ্দিন জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান।
তুন কমিটির সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক ও সহ-সাধারণ সম্পাদক আবদুল আজীজসহ অন্তত ১২ নেতা-কর্মী আহত হয়। আহতদের মধ্যে মিশু, কাওসার, সফিক, মাসুম, বাচ্চু ও শিমুলের নাম জানা গেছে।
এ সময় তার সঙ্গে ছিলেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
উল্লেখ্য, গতকাল ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা হেলমেট পরে বিএনপির নেতাকর্মী ও দলীয় কার্যালয়ে হামলা চালায়।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়