Tuesday, October 14

কানাইঘাটে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার বিকেল ৪টায় কানাইঘাট উপজেলা শাখা নবগঠিত যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানাইঘাট বাজারে অনুষ্ঠিত হয়। কানাইঘাট ডাক বাংলো প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুণরায় ডাক বাংলো প্রাঙ্গনে গিয়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক খছরুজ্জামান পারভেজের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশিদ মামুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাশুক আহমদ, সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিক, ফারুক আহমদ, ফখরুল ইসলাম, আব্দুর রহমান, শরীফ উদ্দিন, ফজরুল ইসলাম ফজই, সেলিম আহমদ, বেলাল আহমদ, রশিক আহমদ, বশির আহমদ, আশরাফুল আম্বিয়া, শহীদ আহমদ, মামুন আহমদ, কয়ছর, রুবেল, শফিক উদ্দিন, নাজিম উদ্দিন, নুরুল আম্বিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশিদ মামুন বলেন, ভোটার বিহীন প্রহশনের নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ অবৈধ ভাবে মতায় থেকে দেশ থেকে বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার জন্য হাজার হাজার মিথ্যা মামলা ও দমন নিপীড়ন চালিয়ে মতা আকড়ে থাকার চেষ্টা করে যাচ্ছে। এ জালেম সরকারের পতন তরান্বিত করার জন্য যুবদলের নেতাকর্মীদের আগামীদিনের আন্দোলন সংগ্রামে প্রস্তুত থাকার জন্য তিনি আহবান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়