Tuesday, October 14

পিয়াস করিমের মৃত্যুতে বিএনপির শোক দিবস শুক্রবার


ঢাকা: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরহুম ডা: পিয়াস করিমের মৃত্যুতে শুক্রবার সারাদেশে শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার সন্ধায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বিবৃতিতে বলা হয়েছে, শোক দিবস পালন উপলক্ষে দেশব্যাপী বিএনপির সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধ: নমিতকরণ এবং দলের নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করবে। এছাড়া পিয়াস করিমের মৃত্যুতে দেশব্যাপী শুক্রবার শোক দিবস কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে। এরআগে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার শোক দিবস ঘোষণা করেছিল বিএনপি। পরে এটি সংশোধন করে শুক্রবার করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়