নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির সরদারী পাড়া জামে মসজিদের মাইক চুরিকে কেন্দ্র করে গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওমেক হাসাপাতালে গত সোমবার নিহত মসজিদের ছানী ইমাম মাওলানা আব্দুর রহমান (৬৪) এর জানাজার নামাযা আজ মঙ্গলবার বাদ আসর সর্দারীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষকসহ কয়েক হাজার মানুষ শরীক হন। পরে তার লাশ গ্রামের গুরুস্থানে সমাহিতকরা হয়। জানাজা পূর্ব মাওঃ আব্দুর রহমানের খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন, বাণীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ, সাবেক ইউপি সদস্য মখলিছুর রহমান, আ’লীগ নেতা গোলাম হায়দার, বিশিষ্ট মুরব্বী হাফিজ বশির আহমদ, হাজী জফুর আলী, হাজী আব্দুস সালাম, কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার মুহদ্দিস মাওঃ হারুনুর রশিদ (উজানীপাড়ি), আকুনী মাদ্রাসার মুহতমিম মাওঃ আজমত উল্লাহ, টিকরপাড়া মাদ্রাসার মুহদ্দিস মুফতি মাওঃ আজির উদ্দিন, চরিপাড়া কৌমি মাদ্রাসার মুহতমিম হাফিজ জলাল উদ্দিন, সিলেট নয়াসড়ক মাদ্রাসার শিক্ষা সচিব মাওঃ জুবের আহমদ, মাওঃ নুর আহমদ, মরহুম মাওঃ আব্দুর রহমানের পুত্র মাওঃ আব্দুশ শুকুরসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ। তারা তাদের বক্তব্যে বলেন, মাওঃ আব্দুর রহমান মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের ইমাম ও মুহতামিমের দায়িত্ব পালন করেছিলেন। তাকে যেভাবে হত্যা করা হয়েছে, তা সর্বস্তরের মানুষের মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে তারা হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। এসময় জানাজায় উপস্থিত হয়ে কানাইঘাট থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম এলাকাবাসীকে আশ্বস্থ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাওঃ আব্দুর রহমানের খুনীদের গ্রেফতার করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এজন্য খুনীদের ধরতে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত যে সর্দারীপাড়া মসজিদের মাইক চুরিকে কেন্দ্র করে গত শুক্রবার বাদ জুমআ মসজিদে শালিস বৈঠকের সময় গ্রামের প্রতিপক্ষের হামলায় সর্দারীপাড়া মসজিদের সানী ইমাম ও একই গ্রামের বাসিন্দা মাওঃ আব্দুর রহমান সহ ১০জন আহতন। গুরুতর আহত মাওঃ আব্দুর রহমান গত সোমবার ওমেক হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়