কানিউজ ডেস্ক : আবারও এক নারীকে খারাপ প্রস্তাব দিয়ে বিতর্কে জড়ালেন বলিউডের খ্যাতিমান পরিচালক ও বলিউড অভিনেত্রী উদিতা গোস্বামীর স্বামী মোহিত সুরি।
মোহিত সম্প্রতি বন্ধুদের নিয়ে মুম্বাইয়ের একটি জনপ্রিয় বার কাম রেস্তোরাঁতে গিয়েছিলেন। সেলিব্রেটিদের কাছে এই বারটি বেশ জনপ্রিয়। জানা গেছে, সেখানে উপস্থিত এক নারীকে ‘ওয়ান নাইট স্ট্যান্ডের’ কুপ্রস্তাব দেন মোহিত। এই ব্যবহারে ওই নারী এতটাই বিরক্ত হন যে গ্লাসভর্তি বিয়ার মোহিত সুরির মুখে ছুড়ে মারেন।
মোহিতের কাছে এটা অবশ্য নতুন কিছু নয়। এ রকম বিতর্কের ঘটনা এর আগেও ঘটিয়েছেন তরুণ এই পরিচালক।
কালিউগ, ও লামহে, আওয়ারাপান, মার্ডার-২, আশিকি-২, এক ভিলেনসহ বলিউডের বেশ কিছু সুপার হিট চলচ্চিত্রের পরিচালক হিসেবে পরিচিত মোহিত সুরি। বলিউড অভিনেত্রী উদিতা গোস্বামীর সঙ্গে আট বছর প্রেম করে ২০১৩ সালে তারা বিয়ে করেছেন।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়