Tuesday, October 14

শিখতে হলে জানতে হবে


অবসর কাটানোর জন্য আপনি শিখতে পারেন গান, নাচ, আবৃত্তি, অভিনয়, দেখতে পারেন সিনেমা। যে প্রতিষ্ঠানগুলো আপনাকে সাহায্য করতে পারে এসব শেখার ক্ষেত্রে কিংবা চর্চা করতে, সেসব প্রতিষ্ঠানের তথ্য তুলে ধরেছেন হিমেল হাসান ও দেবশ্রী ভৌমিক 
 হাতে সময় আছে? শিখতে পারেন, করতে পারেন অনেক কিছু। এই ধরুন গান ভালো লাগলে শিখতে পারেন গান। যন্ত্রসঙ্গীত, ছবি অাঁকা, আবৃত্তি, অভিনয়- সে ব্যবস্থাও আছে। ঢাকা শহরে ছড়িয়ে থাকা এ প্রতিষ্ঠানগুলো সে সুযোগ করে দিয়েছে। ছায়ানট সঙ্গীত, নৃত্যসহ নানা ধরনের কোর্স চালু রয়েছে ছায়ানটে। সঙ্গীত বিদ্যালয়ের নানা পাঠ্যসূচিতে আছে স্বরের ধারণা ও সাধনা, শুদ্ধ সঙ্গীত, লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, তিন কবির গান, দেশের গান, তবলা বাদন, সেতার বাদন, বেহালা বাদন, নৃত্যকলা ইত্যাদি। এছাড়া লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতির জন্য রয়েছে তিন ধরনের কোর্স। ভর্তির ফরম পাওয়া যায় জাতীয় ছুটি এবং বুধবার ছাড়া প্রতি পৌষের প্রথম সপ্তাহ (মধ্য ডিসেম্বর) থেকে। নাচের প্রশিক্ষণও হয় এখানে। নাচের কোর্সের মধ্যে রয়েছে শিশু বিভাগ, মণিপুরি ও ভারতনাট্যম বিভাগ। কোর্সের মেয়াদ ৯ বছর। যোগাযোগ : ছায়ানট সংস্কৃতি ভবন, বাড়ি-৭২, সড়ক-১৫/এ, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৯। বাফা কণ্ঠসঙ্গীত, নৃত্যকলা ও চিত্রকলা এ তিনটি বিষয় নিয়ে কাজ করে বাফা। লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি- যে কোনো একটি বিভাগে ভর্তি আবেদন করা যায়। নৃত্যের ক্ষেত্রে সাধারণ নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্য শেখা যাবে। চারুকলার ক্ষেত্রে চিত্রাঙ্কন, রেখাচিত্র, জলরঙ, তৈলচিত্র, মৃৎশিল্প, কারুশিল্প- এসবের ওপর কোর্স করার সুযোগ আছে। যন্ত্রসঙ্গীত বিভাগে তবলা, স্প্যানিশ গিটার, বেহালা শেখার সুযোগ আছে। আবেদনের জন্য ১০০ টাকা মূল্যের একটি আবেদনপত্র কিনতে হবে। মাসিক বেতন ৫০০ টাকা। বার্ষিক সেশন ফি ১ হাজার টাকা। যে কোনো শ্রেণীতে নতুন ভর্তি সময় এপ্রিল। যোগাযোগ : ৭নং ওয়াইজঘাট, ঢাকা। টেলিফোন-২৩৩৫২৯। উল্লেখ্য, ঢাকা শহরের বিভিন্ন স্থানে এদের শাখা আছে। বিশ্বসাহিত্য কেন্দ্র শিখতে হলে জানতে হবে আলোকিত মানুষ চাই- সেস্নাগানকে সামনে রেখে কাজ করে চলেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। শ্রেষ্ঠ বইগুলো পড়িয়ে তরুণদের চেতনাজগৎ বিকশিত করে এবং এর পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক, সামাজিক কার্যক্রম, সাহিত্যিক কর্মসূচি, সিনেমা দেখানো, বক্তৃতা, আবৃত্তি- সব ধরনের সঙ্গীত শোনার ব্যবস্থা শ্রবণ, ভ্রমণ কর্মসূচির ব্যবস্থা করেছে সংগঠনটি। ইন্টারনেটেও বই পড়ার ব্যবস্থা আছে। যোগাযোগ : ১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামটর, ঢাকা-১০০০। টেলিফোন- ৯৬৬০৮১২, ৮৬১৮৫৬৭। প্রাচ্যনাট শিখতে হলে জানতে হবে অভিনয়ের প্রতি আগ্রহ থাকলে যেতে পারেন প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন কোর্স কিংবা থিয়েটার স্কুলে। প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের রয়েছে ৬ মাস মেয়াদি কোর্স। এ কোর্সের ক্লাস শুরু হয় জুলাই থেকে এবং শেষ হয় ডিসেম্বরে। ছয় মাসের এ কোর্সে শিক্ষক হিসেবে পাঠদান করছেন মঞ্চ, চলচ্চিত্র, টেলিভিশন অভিনেতা, নির্মাতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিশিষ্ট ডিজাইনাররা। প্রাচ্যনাটের রয়েছে পাঁচটি বিভাগ। বিভাগগুলো হলো প্রাচ্যনাট গবেষণা সেল, উন্মুক্ত থিয়েটার, থিয়েটার ল্যাব প্রোডাকশন, ছোটদের জন্য প্রাচ্যনাট এবং সঙ্গীত বিভাগ। এখানে ভর্তির যোগ্যতা নূ্যনতম এইচএসসি পাস বা সমমান। যোগাযোগ : ২২ দিলু রোড, মগবাজার, ঢাকা। টেলিফোন-৮৩১১৭১৫।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়