স্পোর্টস রিপোর্টার,ঢাকা: বিশ্ব খ্যাত প্রসাধনী সামগ্রি জিলেট ব্রাজিল গ্লোবাল ট্যুরের অংশ হিসেবে ব্রাজিল দল এখন এশিয়া সফরে ব্যস্ত। সফরের দ্বিতীয় ম্যাচে সেলেকাওরা একটু পরেই মুখোমুখি হচ্ছে জাপানের বিপক্ষে।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৫টায় সিঙ্গাপুরে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপে ব্যর্থতার পর নতুন কোচ কার্লোস দুঙ্গার অধীনে প্রথম তিনটি ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। এর মধ্যে তৃতীয় জয়টি এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনাকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে সেলেকাওরা।
বিশ্বকাপে জার্মানির বিপক্ষে বিশাল ব্যবধানে পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়া দলকে নতুনভাবে গড়ে তুলছেন কোচ কার্লোস দুঙ্গা। ব্রাজিলিয়ান লিগে খেলা অনেক তরুণ খেলোয়াড়দেরও দলে ডেকেছেন।
সামুরাই ব্লুদের হারিয়ে জয়ের ধারা অব্যহত রাখতে চাইবে নেইমার বাহিনী। রক্ষণভাগে থিয়াগো সিলভার অনুপস্থিতি ডেভিড লুইজ ভালোই সামলাচ্ছিলেন। কিন্তু আর্জেন্টিনার ম্যাচে চোট পাওয়ায় আজ হয়তো মাঠে নামতে পারবেন না তিনি। তাই অনভিজ্ঞ রক্ষণভাগ নিয়েই দুঙ্গাকে দল সাজাতে হবে।
অন্যদিকে জ্যামাইকার বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়ায় জাপান দলেও থাকছেন না তারকা খেলোয়াড় সিঞ্জি কাগাওয়া। তারপরেও জ্যামাইকার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী জাপানের মেক্সিকান কোচ হাভিয়ের অ্যাগুইরে।
ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, যেভাবে আমারা জ্যামাইকার বিপক্ষে খেলেছি, সেভাবে খেললে ব্রাজিলের বিপক্ষেও আমাদের সুযোগ রয়েছে। জ্যামাইকার গোলমুখে আমরা ২০টি শট করেছি। ব্রাজিলের বিপক্ষে হয়তো একটি শট নিতে পারব- এবং সেই সুযোগটিই আমাদের কাজে লাগাতে হবে।
ইতোমধ্যে জাপান-ব্রাজিল দশবার মুখোমুখি লড়াইয়ে নেমেছে। এর মধ্যে ব্রাজিলের জয় ৮টিতে, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়