এম আর কামাল, নারায়ণগঞ্জ : মঙ্গলবার সকালে ঢাকায় এসেছেন ভারতের ‘ক্রিকেট লিজেন্ড’ শচিন টেন্ডুলকার। এ দিন সকাল ৯টার কিছু পরে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এটাই হবে শচিনের প্রথম বাংলাদেশ সফর। তিনি ঢাকায় এসেছেন বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের দল গাজী ট্যাঙ্কের নতুন নাম ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ এর নতুন লোগো উন্মোচন করতে। দলটির মালিক লুৎফর রহমান বাদলের ব্যক্তিগত আমন্ত্রণেই ঢাকা এসেছেন শচিন।
মঙ্গলবার সকালে গোয়াহাটি থেকে একটি চার্টার্ড প্লেনে চেপে ঢাকায় পৌঁছেছেন তিনি। এরপর সেখান থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসেছেন ভারতীয় এই ক্রিকেটারা। সেখানে সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন। এছাড়া ছোট বাচ্চাদের হাত ধোয়ার পদ্ধতি শিখিয়েছেন তিনি। বর্তমানে তিনি ইউনিসেফের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিকেল ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে লোগো উন্মোচন অনুষ্ঠানটি। লগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইসিসির সভাপতি আ হ ম মোস্তফা কামাল।
উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগের দল গাজী ট্যাঙ্কের নাম পরিবর্তনের জন্য গত বছর বিসিবির কাছে আবেদন করেছিলেন লুৎফর রহমান বাদল। নতুন নাম হিসেবে বেছে নিয়েছেন ‘লিজেন্ডস অব রূপগঞ্জ।’ তার আবেদনের প্রেক্ষিতে বোর্ড পরিচালকদের সর্বসম্মতিক্রমে গাজী ট্যাঙ্কের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে বিসিবি। আসন্ন প্রিমিয়ার লিগ ক্রিকেটে তাই গাজী ট্যাঙ্ক নাম বদলিয়ে ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ নামে অংশ নেবে।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়