Sunday, October 26

কানাইঘাটে জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব


নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উন্নয়নের কেন্দ্র বিন্দু উপজেলা পরিষদকে শক্তিশালী করার মাধ্যমে জনগণের মতায়নের লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। উপজেলা পরিষদের নিজস্ব তহবিল গঠনের মাধ্যমে নিজ নিজ এলাকায় জনসাধারণের জীবন মান উন্নত করার লক্ষে রাজস্ব আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে। তিনি আরো বলেন, উপজেলা পরিষদকে শক্তিশালী করার জন্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সবার মতামতের ভিত্তিতে রাজস্ব আদায় নির্ধারণ করা হবে। স্বপন কুমার সরকার আজ রবিবার বিকেল ৪টায় কানাইঘাট উপজেলা সম্মেলন কক্ষে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সংবাদিকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ গভর্নেন্স প্রজেক্ট ইউএনডিপি’র গবেষণা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমসহ ৯ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়