Sunday, October 26

কানাইঘাটে পরিবহন শ্রমিকদের উদ্যোগে মানব বন্ধন


নিজস্ব প্রতিবেদক: গত বৃহস্পতিবার রাতে সিলেট-তামাবিল সড়কের ধামড়ি ব্রীজ এলাকা থেকে কানাইঘাটের মাইক্রো চালক ইমরান আহমদ (১৮) কে গুরুতর আহত করে গাড়ী ছিনতাইয়ের চেষ্টার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে কানাইঘাটের সর্বস্তরের পরিবহন শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার বেলা ১টায় কানাইঘাট উত্তর বাজার বাসস্ট্যান্ডে আধ-ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে উপজেলার সকল পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক পরিবহন শ্রমিক অংশ গ্রহণ করেন। মানববন্ধনে পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নিরপরাধ মাইক্রো চালক ইমরান আহমদকে গাড়ী রির্জাভের কথা বলে প্রাণে হত্যার উদ্দেশ্যে যাত্রীবেশী দুর্বৃত্তচক্র ধামড়ি ব্রীজের পাশে গাড়ী থামিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ধান ক্ষেতে ফেলে মাইক্রোবাসটি ছিনতাইয়ের চেষ্টা করে। বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরান আহমদ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হলেও মামলার অন্যান্য আসামীদের অদ্যাবধি পর্যন্ত গ্রেফতার করতে প্রশাসন ব্যর্থ হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা না হলে পরিবহন শ্রমিকরা যেকোন কর্মসূচি গ্রহণ করবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধন শেষে পরিবহন শ্রমিকদের একটি প্রতিনিধি দল কানাইঘাট থানার অফিসার ইনচার্জের মাধ্যমে জেলা পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার বরাবরে স্মারক লিপি প্রেরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মাইক্রোবাস চালক সমিতির সভাপতি শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুন নূর, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তমিজ উদ্দিন, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন দক্ষিণ বাজার স্ট্যান্ডের ৭০৭ এর সাধারণ সম্পাদক আজির উদ্দিন, উত্তর বাজার স্ট্যান্ডের সভাপতি ফয়সল আহমদ, ক্যারিকাব সমিতির সভাপতি হাবিব উল্লাহ, শ্রমিক নেতা রফিক আহমদ, কবির উদ্দিন, শাহীন আহমদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়