Tuesday, October 28

কানাইঘাটে উন্মুক্ত জলাশয় থেকে মৎস্যজীবীদের মাছ ধরতে দিচ্ছে না প্রভাবশালী মহল


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ৩নং দিঘীরপার পুর্ব ইউপির অন্তর্গত উন্মুক্ত জলাশয় সুরমা নদীর জয়ফৌদ টুকের বাজার (ডহর) অংশে স্থানীয় মৎস্যজীবীদের মাছ শিকার বন্ধ করে দিয়েছে এলাকার একটি প্রভাবশালী মহল। এমনকি এ প্রভাবশালীচক্র জেলেদের জাল ও মাছ শিকারের সরঞ্জাম জোরপূর্বক ভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টাসহ হুমকি-ধমকীর ঘটনার মৎস্যজীবীদের মধ্যে উৎকন্ঠা দেখা দিয়েছে। মৎস্যজীবীরা এর প্রতিকার চেয়ে কানাইঘাট থানায় বাদী হয়ে জয়ফৌদ গ্রামের বটু শরীফ, হারুন, আমীর, মাসুম, আব্দুল গণি, তাহির আলী, আবুল কালাম, ছয়ফুল আলম, মুশাহিদ ও উজান বারাপৈত গ্রামের আব্দুল ওয়াকিল’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ মঙ্গলবার অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে মৎস্যজীবীরা উল্লেখ করেছেন শুকনো মৌসুমে উন্মুক্ত জলাশয় সুরমা নদীতে মাছ শিকার করে তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। সরকারী ভাবে উন্মুক্ত জলাশয়ে একমাত্র মৎস্যজীবিদের মাছ শিকারের বৈধতা থাকলেও প্রতিবছর এলাকার প্রভাবশালীরা শুকনো মৌসুমে টুকের বাজার ডহর সহ নদীর অন্যান্য গভীর স্থানে বাঁশ ও দলকাটা লাইয়া প্রভাবশালীরা মাছ শিকার করে থাকে। তারা নদীতে মাছ ধরতে জেলেদের বাঁধা প্রদান করে। এমতাবস্থায় দরিদ্র মৎস্যজীবীদের জীবিকা বন্ধ থাকায় তারা মানবেতর জীবন যাপন করছেন। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তপে কামনা করেছেন। উল্লেখ্য যে, প্রতি বছর শুকনো মৌসুমে সুরমা নদীর কানাইঘাট আটগ্রাম থেকে ফতেহপুর পর্যন্ত নদীর অন্তত দু’শতাধিক গভীর অংশে প্রভাবশালীরা নিজেদের অনুকূলে নিয়ে কাঁটা ফেলে লক্ষ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করে বিক্রি করে থাকে। এতে নদীতে জেলেদের অধিকার হরণ ও সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়