স্টাফ রিপোর্টার : জামায়েত ইসলামী’র আমীর অধ্যাপক গোলাম আযম তার মৃত্যুর পূর্বে দুটি শেষ অসিয়ত করে গেছেন এবিষয়ে তার ছেলে আব্দুল্লাহিল আমান আযমি বলেন, আমার বাবা মৃত্যুর আগে অসিয়ত করে গেছেন, তার নামাজের জানাজা যেন জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা মতিউর রহমান নিজামী করান। আমি আমার বাবা কে জানালাম তিনিও কারাবন্দি, তখন বাবা বল্লেন, তাহলে নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী যেন নামাজের জানাজা করান। আমি আবার তাকে জানালাম তিনিও কারাবন্দি তখন বাবা কোনো কথা বলেননি।
এছাড়াও আমান আযমি বলেন, বাবা বলেছেন, মগবাজারের পারিবারিক কবরস্থানে আমার দাদার কবরের পাশে যেন তাকে দাফন করা হয়। তার অসিয়ত অনুযায়ি তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এবিষয়ে তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন। এছাড়াও আমান আযমি তার পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়