Friday, October 24

দক্ষিণ কোরিয়া থেকে সেনা কমান্ডার প্রত্যাহারে সময় পেছালো আমেরিকা


কানিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী থেকে আমেরিকান সেনা কমান্ডার প্রত্যাহারের সময় আরো পিছিয়েছে আমেরিকা। উত্তর কোরিয়ার অব্যাহত হুমকি ও নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দুই দেশের কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়ার নেতা হ্যান মিন কো এর সঙ্গে পেন্টাগনে বৈঠক শেষে আমেরিকার প্রতিরক্ষা সচিব চাক হেগেল বলেন, ‘‘যখন কমান্ডার পরিবর্তনের দরকার হবে আমেরিকা তখন তা করবে।উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় যখন দক্ষিণ কোরিয়া সক্ষম হবে এবং পর্যাপ্ত প্রস্তুতি থাকবে তখন এ সিদ্ধান্ত বিবেচনা করা হবে।’’ হ্যান মিন বলেন, ‘‘উত্তর কোরিয়া মিসাইল উৎক্ষেপন করছে এবং একি সাথে তারা নিউক্লিয়ার অস্ত্র তৈরি করছে। তাদের এসব আমাদের আগের চাইতেও ভাবিয়ে তোলছে।’’ এর আগে ২০১২ সালে কমান্ডার বিনিময়ের বিষয়টি ২০১৫ সালের জন্য নির্ধারণ করা হয়। নতুন পরিস্থিতিতে পরবর্তী কোন সময় নির্ধারণ করা হয়নি। ১৯৫০ সালে ১৯৫৩ সালে দুই কোরিয়ার যুদ্ধের সময়টাতে দক্ষিণ কোরিয়াকে সহায়তা দেয় আমেরিকা।দুই দেশের মধ্যে প্রায় সময়ই যুদ্ধাবস্থা বিরাজ করে।– বিবিসি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়