বিনোদন ডেস্ক:
বেলজিয়ামে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সুফি সম্মেলনে যাচ্ছেন জনপ্রিয় লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন। ২৫ অক্টোবর ব্রাসেলসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। 'সুফি মিউজিক ফেস্টিভাল' শীর্ষক এ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আরও যাচ্ছেন টুনটুন বাউল। এ সম্মেলন প্রসঙ্গে ফরিদা পারভীন বলেন, 'বেলজিয়ামের বেশ জনপ্রিয় একটি অনুষ্ঠান হচ্ছে আন্তর্জাতিক সুফি সম্মেলন। শুধু বাংলা ভাষার লোকের কাছেই নয়, বিদেশিদের কাছেও অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়। এতে সঙ্গীত পরিবেশনের জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি ও আমার পুরো টিম সেখানে যাচ্ছি। আশা করছি, উপস্থিত দর্শক-শ্রোতাকে বাংলা গানের মূর্ছনায় মাতিয়ে তুলতে পারব।' চলতি মাসের ২৮ তারিখে তাদের দেশে ফেরার কথা রয়েছে। দীর্ঘদিন ধরেই ফরিদা পারভীন লালনের গানের স্বরলিপি নিয়ে কাজ করছেন। এরই মধ্যে তিনি ২৫টি লালনগীতির স্বরলিপি বই আকারে প্রকাশ করেছেন। কিছু দিনের মধ্যে আরও ২৫টি গানের স্বরলিপি বই আকারে প্রকাশ করবেন। এর নাম দিয়েছেন 'অচিন পাখি দ্বিতীয় খন্ড', যা 'ফরিদা পারভীন ফাউন্ডেশন' এর পক্ষ থেকে প্রকাশ করা হবে। এ প্রসঙ্গে ফরিদা পারভীন বলেন, 'এরই মধ্যে একটি স্বরলিপির বই প্রকাশ করেছি। এর পেছনে আমার পাশাপাশি অচিন পাখির শিক্ষক ও শিক্ষার্থীদেরও বেশ ভূমিকা রয়েছে। বাইটি প্রকাশ করতে অনেক টাকাও খরচ হয়েছে, যা আমরা নিজেদের পকেট থেকে ব্যয় করেছি। এবারের বইটিও সবার সহযোগিতায় তৈরি হচ্ছে।' স্বরলিপি তৈরির পাশাপাশি ফরিদা পারভীন পল্লীকবি জসীমউদ্দীনের গান নিয়ে একটি পূর্ণাঙ্গ একক অ্যালবামের কাজ করছেন। অ্যালবামটি আগামী বছর প্রকাশ করা হবে বলে জানান তিনি।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়