Thursday, October 23

মঞ্চ প্রস্তুত,অপেক্ষা খালেদার


নীলফামারী: আজ নীলফামারীতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জনসভা। দীর্ঘ ১৪ বছর পর খালেদা জিয়া নীলফামারীতে আসছেন।তার এই সফরকে কেন্দ্র করে জেলার ২০ দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। খালেদা জিয়াকে দেখতে সকাল থেকেই জেলার প্রতিটি উপজেলা থেকে জনসভাস্থলের দিকে ছুটে আসছেন ২০ দলের নেতাকর্মীরা। জনসভা সফল করতে মঞ্চের যাবতীয় কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।মাঠের উত্তর পূর্ব কোণে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টায় মঞ্চের কাজ শেষ হয়।ঢাকা থেকে নিয়ে আসা সুমি ডেকোরেটর ও তাহের মাইক হাউস মঞ্চ নির্মাণ ও সাউন্ড সিস্টেমের কাজ করেছেন। জনসভা স্থলের চারদিকে লাগানো হয়েছে ২২৫টি মাইক ও বিভিন্ন স্লোগান সম্বলিত ছোট-বড় দু’শতাধিক ব্যানার। জনসভায় আগত মানুষদের দেখভাল করতে শত শত স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। জেলা সদরের বাহিরে থেকে আসা বিভিন্ন যানবাহনগুলোকে পার্কিং করে রাখতে শহরের বাহিরে আলাদা ব্যবস্থা করা হয়েছে। নীলফামারী প্রধান সড়কের ধারে নির্মাণ করা হচ্ছে শতাধিক তোরণ। এছাড়া নানা রঙের পোস্টার লিফলেট আর ব্যানারে ছেয়ে গেছে গোটা জেলার শহর-বন্দর, হাট-বাজার ও গাঁ-গ্রাম। সাজ সাজ রব পড়ে গেছে গোটা জেলায়। বৃহস্পতিবার নীলফামারী শহরের বড় মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় খালেদা জিয়া বক্তব্য দেয়ার কথা। বিকালে বক্তব্য দেয়ার কথা থাকলেও সকাল থেকেই মানুষ ছুটে আসছেন জনসভা মঞ্চের দিকে। এদিকে সমাবেশে নিজেদের অবস্থান জানান দিতে সকাল থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ছুটে আসছেন সমাবেশস্থলের দিকে। জেলা জামায়তের পক্ষ থেকে জানানো হয়েছে সমাবেশে তারা তিন লক্ষ কর্মী সমাগমের প্রস্তুতি নিয়েছে। দেশব্যাপী গুম-খুন-নির্যাতন, সন্ত্রাস, দুর্নীতি, নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা-গ্রেপ্তার, হয়রানি বন্ধ, ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে স্থানীয় ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় বিকাল ৪টায় বক্তব্য শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।প্রিয় নেত্রীর বক্তব্য শোনার জন্য বৃহস্পতিবার সকাল থেকেই রংপুর অঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছে বিএনপি ও জোট নেতাকর্মীরা। শুধু তাই নয়, ভোর থেকেই নীলফামারীর বিভিন্ন উপজেলার হাজার হাজার নারী-পুরুষ জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছেন। ২০০০ সালের ২০ জুলাই নীলফামারী বড় মাঠে খালেদা জিয়া চার দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিয়েছিলেন। তবে তার মাঝে বেগম জিয়া সর্বশেষ নীলফামারী এসেছিলেন ২০০৮ সালের ১৮ ডিসেম্বর। সেসময় তিনি ৪ দলীয় জোটের পক্ষে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় জেলা শহরের শহীদ মিনার চত্বরে পথসভা এবং জেলার ডোমার উপজেলা বাজার চত্বরে বক্তব্য দিয়েছিলেন। ওই নির্বাচনে নীলফামারীর ৪ আসনেই বিএনপি তথা চার দলীয় জোটের প্রার্থীদের ভরাডুবি ঘটেছিল। দীর্ঘদিন পর খালেদা জিয়ার নীলফামারী আগমন ঘিরে ঝিমিয়ে পড়া নেতাকর্মীরা যেন উজ্জীবিত হয়ে উঠেছে। এছাড়া নীলফামারীতে খালেদা জিয়াকে বরণে এবং জনসভায় যোগ দিতে ২০ দলীয় জোটের বিভিন্ন দলের কেন্দ্রিয় নেতারা ঢাকা থেকে বুধবার রাতেই নীলফামারীতে এসে অবস্থান নিয়েছেন। এদিকে, সভামঞ্চ ও এর আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তায় এরই মধ্যে সমাবেশস্থলে অবস্থান করছেন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) চৌকস একটি দল। এছাড়া পুলিশ প্রশাসনের পক্ষে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা জোড়দার করা হয়েছে গোটা জেলা শহর জুড়ে। স্থানীয় পুলিশ বাহিনীর পাশাপাশি রংপুর থেকে নীলফামারী নিয়ে আসা হয়েছে পুলিশের অতিরিক্ত আর আর এফ (রেঞ্জ রির্জাভ ফোর্স)। বেগম জিয়ার জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন থেকে পুলিশ প্রশাসন সকল প্রকার সহযোগিতা করছেন বলে জানান বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাত সাড়ে ৯টায় জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, নীলফামারীর এই জনসভা থেকে অবৈধ সরকারের পতনের ডাক দিতে পারেন আমাদের জোটনেত্রী বেগম খালেদা জিয়া।গত ৫ জানুয়ারির অবৈধ নির্বাচনকে প্রতিহত করতে গিয়ে নীলফামারীতে বিএনপিসহ ২০ দলীয় জোটের অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছেন। তাই বর্তমান সরকারের পদত্যাগের দাবি নিয়ে অবৈধ সরকার পতনের আন্দোলন নীলফামারীর জনসভা থেকে শুরু করা হবে বলে তিনি জানান। এর আগে বুধবার বিকাল ৪টা ২০ মিনিটে সড়ক পথে নীলফামারীর উদ্দেশে ঢাকাস্থ নিজের গুলশানের বাসভবন ছাড়েন খালেদা জিয়া। বগুড়া জেলা সার্কিট হাউসে রাত্রিযাপন শেষে বৃহস্পতিবার বেলা ১১টায় নীলফামারীর উদ্দেশে বগুড়া ছাড়বেন তিনি। বগুড়া থেকে রংপুরে হয়ে নীলফামারী জেলা সার্কিট হাউসে পৌঁছাবেন খালেদা জিয়া। সেখানে দুপুরের খাবার গ্রহণ ও বিশ্রাম শেষে বিকাল ৪টায় ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় যোগ দেবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়