ঢাকা: কাছাকাছি সময়ে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। আগামী সপ্তাহে তাঁরা আলাদা আলাদা কর্মসূচিতে যোগ দিতে দেশটি সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট আবদুল হামিদ ২৮ অক্টোবর দেশটি সফরে যাবেন। তিনি দুবাইয়ে বিশ্ব ইসলামী অর্থনৈতিক ফোরামের দশম বৈঠকে অংশ নেবেন। ফিরবেন ৩০ অক্টোবর। প্রেসিডেন্টের সফরের আগেই দ্বিপক্ষীয় সফরে ২৫ অক্টোবর আবু ধাবি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্টের সফরের আগের দিন (২৭ অক্টোবর) তিনি দেশে ফিরবেন। পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২৯ ও ৩০ অক্টোবর দুবাইতে অনুষ্ঠেয় পাইরেসি কনফারেন্সে বাংলাদেশের নেতৃত্ব দেবেন। তিনটি সফরের বিষয়ে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। আজ বিকালে মন্ত্রণালয়ের আনক্লজ সভাকক্ষে মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দু’টি হাই প্রোফাইল সফর এবং তার নিজের সফর সম্পর্ক গণমাধ্যমকে ব্রিফ করবেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়