কানিউজ ডেস্ক: ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় মহিলাদের হেনস্থা করা বা নানা আপত্তিকর ছবি পোস্ট করে মানসিক নিগ্রহ করার ঘটনায় আইনি শাস্তি হয়েছে একাধিক ব্যক্তির। সোশ্যাল মিডিয়ায় মহিলাকে উত্যক্ত করার অভিযোগ প্রায়ই জমা পড়ে সাইবার সেল-এ। প্রথা ভেঙে একেবারে উল্টো পথে হাঁটল গুজরাত! সোশ্যাল মিডিয়ায় এক যুবতীর ক্রমাগত জ্বালাতনে নাজেহাল হয়ে পুলিশের দ্বারস্থ হলেন এক বছর সাতাশের যুবক। আর এহেন অভিযোগ পেয়ে খানিকটা হলেও আশ্চর্য গুজরাত পুলিশের সাইবার সেল।
গুজরাতের আনন্দনগরের ঘটনা। পুলিশ সূত্রের খবর, অভিযোগ দায়ের করেছেন আরিহান্ত নামে এক যুবক। বছর সাতাশের আরিহান্ত ব্যবসায়ী। আরিহান্তের অভিযোগ, ২০১১ সালের জুলাইয়ে একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পরিচয় হয় মেয়েটির সঙ্গে। প্রোফাইলে সুন্দর ছবি দেখে তিনি মুগ্ধ হয়ে মেয়েটির সঙ্গে চ্যাট শুরু করেন তিনি। তাঁদের মধ্যে প্রায় এক বছর মতো চ্যাট চলতে থাকে।
এরপর একদিন তাঁরা দেখাও করেন। দেখা করার পর থেকেই আরিহান্তের কাছে মেয়েটি নানা রকম দামি উপহার চাওয়া শুরু করে। তখনই আরিহান্তের সন্দেহ দানা বাঁধে। আরিহান্তের কথায়,'আমি মেয়েটিকে এড়িয়ে যাওয়া শুরু করি। সোশ্যাল মিডিয়াতেও মেয়েটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই।
মেয়েটি আমার মায়ের মোবাইল নম্বর জোগাড় করে। এবং গত দু'বছর ধরে ওই নম্বরে ফোন করে আমার পরিবারকে উত্যক্ত করছে।'
আরিহান্তের অভিযোগের তদন্তের জন্য আরিহান্তের কম্পিউটারের আইপি অ্যাড্রেস চেয়েছে পুলিশ। সাইবার সেলের আধিকারিকদের বক্তব্য, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মহিলাদের উত্যক্ত করার অভিযোগ প্রচুর জমা পড়ে। কিন্তু কোনও মহিলার বিরুদ্ধে এহেন অভিযোগ এই প্রথম।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়