স্পোর্টস রিপোর্টার,ঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরে গেছে। এতে প্রথম দিকে বাংলাদেশ এগিয়ে থাকলেও সময়ের সাথে সাথে ভারত ম্যাচে ফিরে। ফলে ২-১ গোলে হেরে যায় মনিকারা।
জয়ের লক্ষ্যে মাঠে নামা বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। তবে, গোলাম রব্বানী ছোটনের ছাত্রীরা ভারতের ডিফেন্স চিড়ে গোল আদায় করে নিতে পারছিল না।
ম্যাচের ২০ মিনিটে পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে সানজিদা গোল আদায় করে নিতে ভুল করেননি। ফলে, ১-০ গোলের লিড নেয় মনিকাবাহিনী।
কিন্তু লিড বেশিক্ষন ধরে রাখতে পারেনি সানজিদা-লিপিরা। ম্যাচের ২৯ মিনিটে ভারত পেনাল্টি লাভ করে। আর তা থেকে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন রোজাবেরি।
তবে, ম্যাচের ২৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করতে পারত বাংলাদেশ। দুর্বল শটে ভারতীয় গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি স্বাগতিকদের স্ট্রাইকাররা। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৬ মিনিটে ভারতের গোলরক্ষক বল ক্লিয়ার করতে এগিয়ে এলে ফাঁকা পোস্টে শট নেন সানজিদা। কিন্তু বল গোলবারের পাশ দিয়ে চয়ে যায়।
ম্যাচের ৬৫ মিনিটে বাংলাদেশের মিডফিল্ডার মানছুরা নিজেদের ডি বক্সের সামান্য বাইরে থেকে বল ক্লিয়ার করতে গেলে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মুখে আঘাত করেন। এর ফলে রেফারি ফাউলের বাঁশি বাজান এবং মানছুরাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন।
আর এ ফ্রি-কিকের সুযোগকে কাজে লাগিয়ে গোল আদায় করে নেন ভারতীয়রা।
ডি বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া জোড়ালো শটটি বাংলাদেশের গোলরক্ষক আসমা রুখে দিলেও প্রথম গোলের মালিক রোজাবেরি পায়ের আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন। ফলে, ২-১ গোলে এগিয়ে যায় ভারত। আর দশ জনের দলে পরিনত হয় বাংলাদেশ।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত শক্তিশালী জর্ডানকে সানজিদার একমাত্র গোলে হারিয়েছিল ছোটনের শিষ্যরা। পরের ম্যাচে দুর্বল সংযুক্ত আরব আমিরাতকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল স্বাগতিকরা। সর্বশেষ ম্যাচে ২৩ অক্টোবর মনিকারা মুখোমুখি হবে এই গ্রুপের বাছাইপর্বে শক্তিশালী ইরানের। তারা এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়