Sunday, October 19

জর্ডানের বড় জয়


স্পোর্টস রিপোর্টার,ঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে রোববার প্রথম ম্যাচে ৮-১ গোলের বিশাল জয় তুলে নিয়েছে জর্ডান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা বাছাইপর্বের সবচেয়ে দুর্বল দল আরব আমিরাতকে হারায়। ম্যাচের ১২ মিনিটে লিন ইয়াসিন জর্ডানের হয়ে প্রথম গোল করেন। প্রথমার্ধে আর কোনো গোল না হয়ে এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন নুর মোহাম্মদ রাজাব। দলের তৃতীয় গোলটি করেন তাসনিম মোহাম্মদ। তাসনিমের গোলটি আসে ম্যাচের ৫৭ মিনিটে। তাসনিম তার নিজের দ্বিতীয় গোলটি করেন ৬৬ মিনিটে। আর হ্যাটট্রিক পূর্ণ করা গোলটি করেন ম্যাচের ৭৬ মিনিটে। এছাড়া ৬৮ মিনিটে লুনা মাজিন দলের ষষ্ঠ গোলটি করেন। ম্যাচের ৭১ মিনিটে জর্ডানের হয়ে সপ্তম গোলটি আসে ইয়াসমিনের পা থেকে। আরব আমিরাতের মিডফিল্ডার আমনা ফাহাদের ভুলে একটি আত্মঘাতী গোল হয় ম্যাচে। ফলে ৮-০ তে এগিয়ে যায় জর্ডান। আরব আমিরাতের হয়ে একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে। আমিরাতের পক্ষে একমাত্র গোলটি করেন নাইমা ইব্রাহিম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়