Thursday, October 23

হাসপাতালের টয়লেটে নবজাতকের লাশ!


মেহেরপুর: জেলার জেনারেল হাসপাতালের মা ও শিশু ওয়ার্ডের টয়লেট থেকে অজ্ঞাত এক নবজাতকের লাম উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় টয়লেট পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতা কর্মীরা লাশটি দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়া হয়।পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।এ নিয়ে নান গুঞ্জন চলছে। জানা যায়, মেহেরপুর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় মা ও শিশু ওয়ার্ডের টয়লেট পরিষ্কার করতে যান কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী। এ সময় টয়লেটের প্যানের মধ্যে তারা নবজাতকের মরদেহ দেখতে পান। খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, হাসপাতালের অসাধু কিছু নার্স ও আয়া মিলে কারও অবৈধ গর্ভপাত ঘটিয়েছে। পরে মরদেহটি টয়লেটে ফেলে দেয়। এমন অবৈধ গর্ভপাতের ঘটনা মাঝেমধ্যেই হাসপাতালে ঘটে বলে অভিযোগ স্থানীয় মানুষের। হাসপাতালের বিভিন্ন লোকের চক্ষু ফাঁকি দিয়ে কীভাবে টয়লেটে মরদেহ পড়ে থাকে তা নিয়ে চলছে নানান সমালোচনা। হাসপাতালে ভূমিষ্ঠ হওয়া কোনো শিশুর মরদেহ এটি নয় দাবি করে জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. বিপুল কুমার বিশ্বাস জানান, গত কয়েকদিন কতগুলো শিশু ভূমিষ্ঠ হয়েছে এবং তারা বর্তমানে কোথায় আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়