কানিউজ ডেস্ক : সাইক্লোন ‘নিলুফার’কে সামনে রেখে পাকিস্তানে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদফতর। সাইক্লোনটির প্রভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
পাকিস্তান আবহাওয়া অধিদফতর কর্মকর্তা মোহাম্মদ জোনায়েদ জানান, সাইক্লোনটি বেলুচিস্তানের গাওদর উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ধারণা করা হচ্ছে এটি ওমানে গিয়ে স্তিমিত হবে।
তিনি বলেন, ‘‘সাইক্লোনের প্রভাবে আবহাওয়া গরম হতে পারে এবং তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।’’
তবে আবহাওয়া অধিদফতর এখনো নিশ্চিত করে জানাতে পারেনি যে, সাইক্লোনটি দক্ষিণ পাকিস্তান উপকূল না ওমানে গিয়ে স্তিমিত হবে।
এদিকে, সাইক্লোনের জন্য উপকূলের জেলেদের সাবধান চলাচল করতে এবং এটি স্তিমিত না হওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
-ডন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়