সাতক্ষীরা : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী বলেছেন, বাংলাদেশে সংস্কৃতিসহ অন্যান্য ক্ষেত্রে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে।
রোববার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফতেপুর সাংস্কৃতিক পরিষদের নবনির্মিত কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ফতেপুর সাংস্কৃতিক পরিষদের সভাপতি অনুকূল হাজরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, সাংসদ স ম জগলুল হায়দার প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়