বাংলাদেশ সিএইচসিপি এসোশিয়েশন সিলেটের সমাবেশে বক্তারা বলেছেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ব্যাপী সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করেছিলেন। ২০০৮ থেকে আবার এ ১২ হাজার ৫৭৭টি ক্লিনিকের মাধ্যমে সিএইচসিপিদের সেবাদানের ফলে প্রায় ২৭ কোটি গ্রামীণ জনগণ সেবা গ্রহণ করেছেন। বিনামূল্যে সেবাদানের পাশাপাশি সরকার ৩০ ধরনের ঔষধ ফ্রি বিতরণ করে থাকে। সরকার সিএইচসিপিদের চাকুরি জাতীয়করণ করে গ্রামীণ জনগোষ্ঠির সেবার মানকে আরো বেগবান করবে। আমরা প্রত্যাশা করি এ সরকার জনবান্ধব সরকার। এ সরকার কমিউনিটি ক্লিনিকের প্রসার আরো ব্যাপক আকারে করবে।
কমিউনিটি ক্লিনিক ও ক্লিনিকে কর্মরত, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সম্পর্কে মিথ্যা, বানোয়াট সংবাদ পরিবেশনের প্রতিবাদে এবং কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরি জাতীয়করণের দাবিতে বাংলাদেশ সিএইচসিপি এসোশিয়েশন সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন- বাংলাদেশ সিএইচসিপি এসোশিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সায়ফুল আলম রুকন। বাংলাদেশ সিএইচসিপি এসোশিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হান্নান সিদ্দিকী ও সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ সিএইচসিপি এসোশিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি আবু কাওছার, শহীদ আহমদ কাপ্পু, বাবলী বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক মিলাদ শাহরিয়ার, কুহিনুর বেগম চৌধুরী, লোকমান আহমদ, রিমন আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আজমল আলী, আহাদ আহমদ চৌধুরী, মহাবুব আলম, আব্দুল হান্নান, সেলিম উদ্দিন, খালেদ জিলানী, জিয়াউর রহমান, জিয়াউল হক সেলিম, বিলাল হোসেন, হেলাল আহমদ, সুহেল আহমদ, আকরাম উল হক চৌধুরী, সৈয়দ হাবিবুল হক, রাজন আহমদ, রেবা রাণী পিংকী, আবু তালহা, বাপ্পা দাস, লেচু মিয়া, উজ্জল মিয়া, দেলোয়ার হোসেন হিরা, ইমরান আহমদ কাবুল প্রমুখ।
Friday, October 24
এ সম্পর্কিত আরও খবর
ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে: শাহজাহান সেলিম বুলবুলকানাইঘাট নিউজ ডেস্ক:জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি,সিলেট বিভাগীয় টিম প্রধান রোটারিয়া
পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয়: মাওলানা উবায়দুল্লাহ ফারুককানাইঘাট নিউজ ডেস্ক:জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসে
চট্টগ্রাম আদালতে বোমা হামলার হুমকিদাতা গ্রেপ্তার স্টাফ রিপোর্টার : নিজেকে জঙ্গি পরিচয় দিয়ে বোমা মেরে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকিদাত
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য আগামীকাল (মঙ্গলবার, ৩ ডিসেম্বর) নির্ধারণ করা হবে।
পণ্য পরিবহনে ওসমানী বিমানবন্দরে খুলছে নতুন দুয়ার কানাইঘাট নিউজ ডেস্ক:বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান বলেছেন,
একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ, কমেছে দাম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ। আমদানি বাড়ায় একদিনের ব্যব
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়