Friday, October 24

গণজাগরণ মঞ্চের মিশ্র প্রতিক্রিয়া, ঢাবিতে আনন্দ মিছিল


স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের সাবেক আমির গোলাম আযম সর্বোচ্চ শাস্তি ভোগ না করে মারা যাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। তারপরও মহান মুক্তিযুদ্ধের সময়ের ঘাতক গোলাম আযমের মৃত্যুতে আনন্দ মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে গোলাম আযমের মৃত্যুর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, গোলাম আযম একাত্তরে যে মাপের অপরাধ করেছিল তাতে আমাদের প্রত্যাশা ছিল তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হবে। কিন্তু সেটি হয়নি। আমাদের আক্ষেপ, তাকে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হয়নি। মৃতদেহ নিয়ে তাদের কোনো কর্মসূচি নেই বলে জানিয়ে তিনি বলেন, আমাদের আন্দোলন বিচার নিয়ে, কারও মৃতদেহ নিয়ে নয়। তাই তার মৃত্যুকে কেন্দ্র করে আমরা কোনো কর্মসূচি দেবো না। তবে অন্যান্য যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত-শিবির নিষিদ্ধের চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান ডা ইমরান এইচ সরকার। এদিকে, গোলাম আযমকে মৃত ঘোষণা করার পর আনন্দ মিছিল বের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন ছাত্র ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে টিএসসি এলাকায় তারা এ মিছিল করছেন। ঢাবির বিভিন্ন হলের বিপুল সংখ্যক শিক্ষার্থী এ আনন্দ মিছিলে যোগ দিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়