Saturday, October 11

“আল্লাহ বড়ভাইকে তুমি হেদায়েত করো”


ঢাকা: হজ নিয়ে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ভাই বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, হজ ও তাবলিগ জামাত নিয়ে লতিফ সিদ্দিকী যে বক্তব্য দিয়েছে তা সরকারের বক্তব্য। কেননা লতিফ সিদ্দিকী হচ্ছে সরকারের মন্ত্রিসভার একজন সদস্য। আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী এ অভিযোগ করেছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী এ সময় বড়ভাই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী লতিফ সিদ্দিকীর জন্য আল্লাহ ও দেশের জনগণের জন্য ক্ষমা চান। তিনি বলেন, ‘আমার বড়ভাই পবিত্র হজ সম্পর্কে যে মন্তব্য করেছেন তাতে আল্লাহ ক্ষমা করবেন কি-না আমি জানি না। তবে পরিবারের সদস্য হিসেবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তাকে ক্ষমা করেন।’ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে তিনি দেশের মানুষের কাছেও ক্ষমা চান। বীরোত্তম আব্দুল কাদের সিদ্দিকী বলেন, ‘আমার বড়ভাই নিউইয়র্কে বসে হজ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তাতে মুসলমান সম্প্রদায় যেভাবে মর্মাহত হয়েছে তাদের সঙ্গে আমিও মর্মাহত। আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, মুসলমান হিসেবেই মরতে চাই। আজকে আমি ভারাক্রান্ত হৃদয়ে এ সংবাদ সম্মেলনে এসেছি।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আমার কেউ না, কিন্তু আল্লাহর প্রদত্ত হিসেবে তিনি আমার বড়ভাই। এ সম্পর্ক কেনা যায় না। আমাদের ধমনিতে একই রক্ত প্রবাহিত। জীবনে বহু কষ্ট করেছি, বহুবার বিপদে পড়েছি কিন্তু আল্লাহর উপর থেকে আস্থা হারাইনি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি আমার বড়ভাইকে হেদায়েত করুন।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়