সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের হার্ড পয়েন্ট থেকে নিখোঁজ হওয়া ঢাকার রামপুরার শাহরিয়ার আজাদ অরভিনের লাশ এনায়েতপুরে যমুনা নদী থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। তার পরনে কালো রংয়ের ট্রাউজার ছিল।
এনায়েতপুর থানার ওসি মনিরুল ইসলাম ডিনিউজকে জানান, বুধবার সকালে এনায়েতপুর যমুনা নদীর ঘাটে এক ব্যক্তি লাশ নদীতে ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।
পরিবারের সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ ধারনা করছে এই লাশটি গত ১৭ অক্টোবর সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ হার্ড পয়েন্টের যমুনা নদীতে নিখোঁজ হওয়া শাহরিয়ার আজাদ অরভিনের। সে ঢাকার রামপুরা থেকে তিন বন্ধুর সঙ্গে বেড়াতে এসে সিরাজগঞ্জের হার্ড পয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়