Tuesday, October 28

ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ৩৪


আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে দুটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। চেকপয়েন্টে দায়িত্ব পালনরত ইরাকি সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্য শিয়া সম্প্রদায়কে লক্ষ করে এ বোমা হামলা চালানো হয়। সোমবার ইরাকের রাজধানী বাগদাদ ও হামভিতে এ হামলার ঘটনা ঘটেছে। প্রথম গাড়িবোমাটি বাগদাদ থেকে ৫০ কিলোমিটার দূরে জার্ফ আল-সখরের কাছে হামভি চেক পয়েন্টে চালানো হয়। এটি ছিল আত্মঘাতী হামলা। দক্ষিণ বাগদাদের এই চেকপয়েন্টে আত্মঘাতী হামলাকারী গাড়িতে রাখা বোমার বিস্ফোরণ ঘটান। এতে ২৪ জন নিহত হন। বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এরপর দ্বিতীয় গাড়িবোমা হামলাটি করা হয় রাজধানী বাগদাদের ভেতরে। এতে আরো ১০ জন নিহত হন। প্রথম দফা হামলার জন্য ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি বাহিনীকে দায়ি করা হয়েছে। গত সপ্তাহে সরকারি বাহিনীর কাছে হামভি এলাকার দখল হারায় আইএস জঙ্গিরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়