কানিউজ ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের পূর্বাঞ্চলীয় গোরাখপুর শহরতলির কাছে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১২ যাত্রী নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৫ জন। আহতদের রেলওয়ে ও স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাদেশিক রাজধানী লক্ষেèৗ থেকে ২৭০ কিলোমিটার দূরে গোরাখপুর শহরতলিতে স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। বারানসি থেকে গোরাখপুরগামী কৃষক এক্সপ্রেস বারাউনি এক্সপ্রেস ট্রেনকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। এতে বারাউনি এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে। সিগন্যাল অমান্য করায় কৃষক এক্সপ্রেসের চালককে বরখাস্ত করা হয়েছে। মর্মান্তিক এ র্দুঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। লাইনচ্যুত বগিগুলোকে সরিয়ে ফেলা হয়েছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। এদিকে এ দুর্ঘটনার কারণে গোরাখপুর-বারানসি লাইনে কমপক্ষে ৭ ঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল। বিকল্প লাইন দিয়ে এ পথে রেল যোগাযোগ সচল রাখে রেল কর্তৃপক্ষ। নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার রুপি ও গুরুতর আহতদের ২৫ হাজার রুপি দেয়ার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়