Wednesday, October 1

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ৬ মামলা


স্টাফ রিপোর্টার : পবিত্র হজ ও তাবলীগ নিয়ে কটুক্তি করায় ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ঢাকায় দুইটি মামলা দায়ের হয়েছে। ঢাকা মহানগর হাকিম মিজানুর রহমানের আদালতে বুধবার সকালে একটি মামলা করেন ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবিদ রেজা। একই আদালতে আরেকটি মামলা করেন আলহাজ মো. বাদল। দ-বিধির ২৯৫ (ক) ও ২৯৮ (২) ধারায় এই দুই মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলা দুটি শুনানির অপেক্ষায় আছে। এছাড়া একই অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চট্টগ্রামে তিনটি ও সিলেটে একটি মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়