Wednesday, October 1

মোরেলগঞ্জ ছাত্রলীগ নেতা গোপালগঞ্জে আটক


বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান জিমিকে আজ ভোর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী থানা পুলিশ আটক করেছে। মটর সাইকেলে করে এক কলেজ ছাত্রীকে নিয়ে পেট্রোল পাম্পে ঢুকলে কাশিয়ানী থানার টহল পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জান জানান, মেহেদী হাসান জিমিকে এক মেয়েসহ আটক করা হয়েছে। ওই মেয়েকে তার নানীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে ও জিমির পিতাকে থানায় আসার জন্য বলা হয়েছে। মোরেলগঞ্জ থানা পুলিশের বরাত দিয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো জানান, জিমির বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে। একটি মামলায় তার বিরুদ্ধে চার্জশীটও দিয়েছে পুলিশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়