Wednesday, October 29

বান্ধবীকে পেটালেন ম্যারাডোনা


কানিউজ ডেস্ক : এবার বান্ধবী রোসিও অলিভারকে পেটালেন ম্যারাডোনা। সোশ্যাল মিডিয়াতে এখন এই ভিডিও আলোচনায়। ওই ভিডিওতে দেখা যায়, রেগেমেগে এগিয়ে যাচ্ছেন ম্যারাডোনা। বলছেন, ফোনটা রেখে দাও, ফোনটা রেখে দাও। ওটা দেখা বন্ধ কর। অলিভা উত্তর দেন, আমি কি দেখতে পারি না?’ এরপরই ম্যারাডোনা অলিভার শরীরে আঘাত করেন। অলিভা তখন বলতে থাকেন, থামো দিয়েগো। শান্ত হও, মের না। আর এই ভিডিওটা করেছেন অলিভার নিজেই। ম্যারাডোনা এই এই বিষয়ে জানান, ফোনটা আমি ফেলে দিতে চেয়েছিলাম। কিন্তু কসম, একজন নারীর গায়ে কখনই হাত তুলিনি। কাহিনী এখানেই শুরু, এখানেই শেষ। রোসিওর হাত থেকে ফোনটা কেড়ে নিতেই অমন করেছিলাম। এর বেশি কিছু ঘটেনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়