Wednesday, October 29

ভালো মেয়ে’ সোনম এখন খারাপের দলে!


বিনোদন ডেস্ক : অনিল কাপুর কন্যা সোনম কাপুর যখন বলিউডে পা রাখেন তখন তাকে সবাই ভালো মেয়ে বলেই জানত। তাকে প্রথম পর্দায় দেখা ব্ল্যাক ছবিতে। তবে বলিউডে তার আত্মপ্রকাশ রণবীর কাপুরের বিপরীতে সাওয়ারিয়া ছবিতে। রুপালি জগতে পা রেখেও নিজের ‘ভালো মেয়ে’র ইমেজটা ধরে রেখেছিলেন সোনম কাপুর। খোলামেলা পোশাক বা কোনও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে নারাজ ছিলেন তিনি। তবে পরবর্তীতে এই ‘ভালো মেয়ে’র ইমেজ থেকে বেরিয়ে আসেন তিনি। প্রথমবারের জন্য তাকে বিকিনি পরে ক্যামেরার সামনে দেখা যায় বেওয়াকুফিয়া ছবিতে। বিকিনি পরার পাশাপাশি এই সিনেমায় একটি চুম্বন দৃশ্যেও অভিনয় করতে দেখা যায় তাকে। এটা তো পুরানো খবর, নতুন খবর হলো সম্প্রতি এক অনুষ্ঠানে সোনমকে দেখা গেছে। এই অনুষ্ঠানে তিনি যে পোশাক পরেছিলেন তার স্তনের প্রায় পুরোটাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। নির্দ্বিধায় তিনি সেই পোশাক পরে সকলের সামনে চলেও এলেন। দ্বিধার প্রশ্নই নেই। কারণ এভাবেই নিজেকে প্রেজেন্ট করতে চেয়েছিলেন সোনম। এই পোশাক পরে বলিউডের ভালো মেয়ের খেতাব পাওয়া এ অভিনেত্রীকে খারাপ মেয়েদের মতোই দেখাচ্ছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়