Thursday, October 30

মোহনবাগান ও ইস্টবেঙ্গল এর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা বাজেয়াপ্ত


কলকাতা প্রতিনিধি : সারদা কাণ্ডে নতুন মোড়। তদন্তের ভার কেন্দ্রীয় সংস্থা হাতে যাওয়ার পরই ধীরে ধীরে সারদাকাণ্ডের ছায়া পড়তে শুরু করেছিল কলকাতা ময়দানের এই প্রধান ক্লাব দুটিতে। পুজোর আগেই কলকাতা ময়দানের দুই প্রধান ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গল -এর অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর সত্ত্বেও, আবেদন-নিবেদনের মাধ্যমে সেই অ্যাকাউন্টগুলি খোলার চেষ্টা চালাচ্ছিলেন ক্লাব কর্তারা। কিন্তু এখন সেই রাস্তাও বন্ধ হল। দুই ক্লাবের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা বাজেয়াপ্ত করে দিল ইডি। অ্যাকাউন্টের টাকা বাজেয়াপ্ত হওয়ায় এবার আরও সমস্যায় পড়ল ময়দানের দুই বড় ক্লাব। শুরুতেই নাম জড়িয়েছিল ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ওরফে নীতুর। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে বিভিন্ন আর্থিক নিয়ামক সংস্থার সমঝোতা করিয়ে দেওয়ার। পাশাপাশি দেবব্রত সরকার ইস্টবেঙ্গল ক্লাবের খাতে ৫ কোটিরও বেশি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। জেরায় সন্তুষ্ট না হয়ে দেবব্রত সরকারকে গ্রেফতার করে সিবিআই। অন্যদিকে মোহনবাগান সহসচিব সৃঞ্জয় বসুকেও বেশ কয়েকবার সারদাকাণ্ডের তদন্তে তলব করে সিবিআই এবং ইডি। যে কারনেই পুজোর আগেই লাল হলুদ-সবুজ মেরুনের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যে সমস্যায় পড়ে বারবার ইডির কাছে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে আবেদন জানায় ময়দানের ঐতিহ্যশালী দুই শীর্ষ ক্লাব। কিন্তু সেই আবেদনে সাড়া না মেলায় আদালতে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছিলেন দুই ক্লাবের কর্তারা। কিন্তু কাটা অংশে লবনের ছিটের মতই এই পরিস্থিতিতে দুই ক্লাবকে আরও বড় ধাক্কা দিল ইডির সিদ্ধান্তে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়