স্পোর্টস রিপোর্টার,ঢাকা: বছরের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালে খেলতে এখন সিংগাপুরে রয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা সেরেনা উইলিয়ামস৷ ডব্লিউটিএ ফাইনালে দুর্দান্ত মেজাজেই শুরু করেছেন তিনি৷ এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে আনা ইভানোভিচকে হারিয়েছেন (৬-৪, ৬-৪) সেরেনা৷ কিন্তু দ্বিতীয় ম্যাচে প্রতিযোগিতার তৃতীয় বাছাই রোমানিয়ার সিমোনা হালেপের বিপক্ষে এসে হেরে গেছেন তিনি। ৬-০,৬-২ সেটে।
কিন্তু তার আগেই প্রায় পাঁচ কোটি টাকা দিয়ে একটি হীরক খচিত ঘড়ি কিনে ফেলেন ১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা৷ যার মূল্য ৭৩ হাজার ডলার ( ৪৫ হাজার পাউন্ড)। বিখ্যাত অডেমার্স পিগুয়েট লেডিস মিলেনারি রোজ গোল্ড ওয়াচ কিনেছেন সেরেনা৷ সেই ঘড়ি পরে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন সেরেনা৷ তিনি সেখানে লিখেছেন ডায়মন্ডস আর এ গার্লস বেস্ট ফ্রেন্ড৷
Wednesday, October 22
এ সম্পর্কিত আরও খবর
রাজনীতির কারণে ক্রিকেটার সাকিবে প্রভাব ফেলবে না, মনে করেন শান্ত বাংলাদেশের ক্রিকেটে অন্যতম ভরসার নাম সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটের পাশাপা
যুক্তরাজ্যে ছেলে শিশুদের নামের ক্ষেত্রে জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ যুক্তরাজ্যে ছেলে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে শীর্ষে উঠে এসেছে ‘মুহাম্মদ’। দেশটির সরকারি
বন্যার্তদের পাশে দাঁড়াতে ক্রিকেটার তাওহীদ হৃদয়ের আবেগঘন পোস্টহঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দা
কানাইঘাটকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রীনিজস্ব প্রতিবেদক :সিলেটের কানাইঘাট উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করেছেন প্রধানম
ব্যাকপেইন দূর করতে নিয়মিত ব্যায়াম মরিয়ম চম্পা: মেরুদণ্ড ও কোমরে ব্যথা যেন একটি সর্বজনীন রোগে পরিণত হয়েছে। পাশ্চাত্যের একটি গবেষ
সম্মান ও মর্যাদা বাড়ে যে-সব কাজে মানুষকে সৃষ্টি করা হয়েছে সম্মানিত করে। তবে এ সম্মান অর্জন ও সংরক্ষণের দায়িত্ব মানুষের। বিশেষ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়