স্পোর্টস রিপোর্টার,ঢাকা: বছরের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালে খেলতে এখন সিংগাপুরে রয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা সেরেনা উইলিয়ামস৷ ডব্লিউটিএ ফাইনালে দুর্দান্ত মেজাজেই শুরু করেছেন তিনি৷ এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে আনা ইভানোভিচকে হারিয়েছেন (৬-৪, ৬-৪) সেরেনা৷ কিন্তু দ্বিতীয় ম্যাচে প্রতিযোগিতার তৃতীয় বাছাই রোমানিয়ার সিমোনা হালেপের বিপক্ষে এসে হেরে গেছেন তিনি। ৬-০,৬-২ সেটে।
কিন্তু তার আগেই প্রায় পাঁচ কোটি টাকা দিয়ে একটি হীরক খচিত ঘড়ি কিনে ফেলেন ১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা৷ যার মূল্য ৭৩ হাজার ডলার ( ৪৫ হাজার পাউন্ড)। বিখ্যাত অডেমার্স পিগুয়েট লেডিস মিলেনারি রোজ গোল্ড ওয়াচ কিনেছেন সেরেনা৷ সেই ঘড়ি পরে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন সেরেনা৷ তিনি সেখানে লিখেছেন ডায়মন্ডস আর এ গার্লস বেস্ট ফ্রেন্ড৷
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়