কানিউজ ডেস্ক: ভারতকে পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে গত ২ অক্টোবর ঝাড়ু হাতে নিজেই রাস্তা পরিষ্কারে নামেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লির ইন্ডিয়া গেটে রাজপথে ঝাড়ু হাতে নামেন তিনি। তাকে দেখে অন্যরা যেন অনুপ্রাণিত হন সেজন্যই এ ব্যবস্থা। ঠিক মোদির মতোই পরিচ্ছন্ন নগরী গড়তে ঝাড়ু হাতে রাস্তায় দেখা গেল সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর মাছিমপুর মনিপুরী পাড়ায় রাস্তার ওপরে গড়ে ওঠা অবৈধ বাজার উচ্ছেদের পর তিনি ঝাড়ু হাতে নেন।
সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর জানায়, মাছিমপুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এলাকা। এখানে দৃষ্টিনন্দন শৈল্পিক স্থাপনা তৈরির উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন।প্রস্তাবিত জায়গাটি পরিদর্শনের জন্য প্রকৌশলীদের নিয়ে মেয়র মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মাছিমপুর আসেন। নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার আগে মাছিমপুর মূল সড়কের সাথে সংযুক্ত গলিপথের দুই পাশে বাজার দেখে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন।
এরপর গাড়ি থেকে নেমে মেয়র নিজেই স্থানীয় কাউন্সিলর মুশতাক আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অবৈধ বাজার সরিয়ে নিতে সবাইকে আহ্বান জানান।
অবৈধ বাজার উচ্ছেদের পর তিনি স্থানীয় একটি বাসা থেকে ঝাড়ু নিয়ে নিজেই রাস্তা পরিষ্কার করতে থাকেন। মেয়রকে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করতে দেখে মনিপুরী সম্প্রদায়ের শত শত মানুষ সেখানে জড়ো হন।
এ বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, আমরা প্রকৌশলীদের নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থানটি পরিদর্শনের জন্য এসেছিলাম। কিন্তু পথিমধ্যে মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম, এই বাজারের কারণে তারা অনেক দুর্ভোগ পোহাচ্ছেন। তাই সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছি।
(ঢাকাটাইমস)
Tuesday, October 14
এ সম্পর্কিত আরও খবর
মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন বাবা! গাইবান্ধা: জেলার সাদুল্যাপুরে মাদক সেবনের দায়ে আতাউল করিম জুয়েল (৩৫) নামে এক যুবকের দুই বছর ক
ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে : সন্দীপ চক্রবর্তী সাতক্ষীরা : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী বলেছেন, বাংলাদেশে সংস
আরেকবার সুযোগ চান মনজুর চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক পাওয়ার পর শুক্রবারে মাঠে নেমেছেন বিএনপি স
দেশে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে মৌলভীবাজার: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘গত আট মাসে দেশে ১৬৫ জন নিহত হয়েছে।
বগুড়ায় শিয়া মসজিদে গুলি, মুয়াজ্জিন নিহত কানাইঘাট নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে একটি শিয়া মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এতে মসজিদের মুয়াজ্জি
ল্যাপটপের ব্যাটারির চার্জ ধরে রাখার উপায় কানাইঘাট নিউজ ডেস্ক: বর্তমানে ডেস্কটপ কম্পিউটারের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। বাড়ছে ল্যাপটপের
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়