Tuesday, October 28

৩০ অক্টোবার থেকে পদ্মা সেতুর মাটি পরীক্ষা: ওবায়দুল কাদের


কানিউজ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর মনিটরিংয়ে শতভাগ সচ্ছতার সাথে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে। আগামী ৩০ অক্টোবর থেকে মাটি পরীক্ষার কাজ শুরু হবে। নদী শাসনের চুক্তি সম্পন্ন হবে ১০ থেকে ১৫ নভেম্বরের মধ্যে। আজ মঙ্গলবার দুপুরে তিনি পদ্মার সেতুস্থল এবং ঢাকা-মাওয়া মহাসড়ক পরিদর্শনে এসে শ্রীনগর উপজেলার ষোলঘরে সাংবাদিকদের একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর অনেক মালামাল মাওয়ায় পৌঁছেছে, আরও মালামাল পথে রয়েছে। সংশ্লিষ্ট বিদেশি প্রকৌশীরাও দেশে এসে কাজকর্ম শুরু করেছেন। শীঘ্রই মূল সেতুর কাজ শুরু হবে। তিনি বলেন, ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু চলাচল উপযোগী হবে। সেই অনুযায়ী রাস্তা ঘাটগুলোকে তৈরির ব্যাপারেও পরিকল্পনা চলছে। এই মহাসড়ক অন্তত ফোর লেন করার প্রকল্প হাতে নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, শুধু চালকের বেপোরায়া গতি সড়ক দুর্ঘটনার প্রথম কারণ নয়। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে। মহাসড়কের ব্যাটারি চালিত ইজিবাইক, নসিমন, করিমন ও রিক্সা চলাচলও সমস্যার সৃষ্টি করছে। তাই আগামী ১২ নবেম্বর থেকে মহাসড়কগুলোতে এসব যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ১২ নবেম্বরের পর মহাসড়কের অঅনুমোদিত এসব যানবাহনের ব্যাপারে এবং সড়ক ও মহাসড়কে পাশের অবৈধ দখল মুক্ত করার অভিযান আরও জোরদার করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়