Tuesday, October 28

সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ডে ‘পিঁপড়াবিদ্যা’


বিনোদন ডেস্ক : মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা পিঁপড়াবিদ্যা মনোনায়ন পেয়েছে সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ডের জন্য। প্রতি বছর সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ার সেরা ১০-১১টি সিনেমাকে সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। জুরিদের বিবেচনায় সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, ও সেরা চিত্রগ্রাহক ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় এ উৎসবের সমাপনী দিনে। এবার সমাপনী আসর বসবে চলতি বছরের ১৩ ডিসেম্বর। এ বছর সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ডের জন্য মনোনায়প্রাপ্ত ১১ টি ছবির মধ্যে রয়েছে কোরিয়া, জাপান, ভারত, তাইওয়ান, ফিলিপাইন, রাশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এবং বাংলাদেশের একটি করে ছবি। তবে এবারের আসরে চোখে পড়ার মতো বিষয় হলো ইরান ও চীন থেকে কোনো মানোনায়ন থাকছে না। এ অনুষ্ঠানে অংশ নিতে ১১ ডিসেম্বর সিঙ্গাপুর যাবেন মোস্তফা সরয়ার ফারুকী, নূর ইমরান মিঠু এবং প্রযোজক ফরিদুর রেজা সাগর।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়