Saturday, October 4

লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবীতে কানাইঘাট জমিয়তের সমাবেশ ও মিছিল


নিজস্ব প্রতিবেদক: অব্যাহতি প্রাপ্ত ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কানাইঘাটে মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। আজ শনিবার বাদ আছর কানাইঘাট পূর্ব বাজারে প্রতিবাদ সভা শেষে হজ ও তাবলীগ জামাত নিয়ে চরম দৃষ্টতা প্রদান করায় লতিফ সিদ্দিকীর গ্রেফতারের দাবীতে মিছিল বের হয়। মিছিলে বিভিন্ন কৌমি মাদ্রাসার ছাত্র-শিকসহ জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওঃ নূর আহমদ কাসিমীর সভাপতিত্বে ও সহ সেক্রেটারী মাওঃ নজির আহমদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওঃ জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সেক্রেটারী মুফতি মাওঃ এবাদুর রহমান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ তোফায়েল গাজ্জালী, জমিয়ত নেতা মাওঃ হেলাল আহমদ, মাওঃ হোসেন আহমদ, মাওঃ বিলাল আহমদ, মাওঃ হারুন রশিদ, মাওঃ এনামুল হক, মাওঃ মাসুদ আযাদ, মাওঃ ইয়াহিয়া, মাওঃ ফয়েজ উদ্দিন, মাওঃ বুরহান উদ্দিন, মাওঃ গিয়াস উদ্দিন, মাওঃ নূরুল ইসলামসহ যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, মন্ত্রী লতিফ সিদ্দিকী পবিত্র হজ ও তাবলীগ জামাত নিয়ে যে কটুক্তি করেছে তা দেশের ষোল কোটি মানুষের কলিজায় আঘাত দিয়েছে। তার পরও বর্তমান ইসলাম বিদ্বেষী এ অবৈধ সরকার অদ্যাবধি পর্যন্ত লতিফ সিদ্দিকীকে মন্ত্রি পরিষদ থেকে অপসারণ ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় তাদের ইসলাম বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে। অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ফাঁসি দেওয়া না হলে এ সরকারের পতন নিশ্চিত হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়