কানিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করে বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী সিআইএর সাবেক গোয়েন্দাকর্মী এডওয়ার্ড স্নোডেন শান্তিতে নোবেল পেতে পারেন। নোবেল পুরস্কার ঘোষণার দিন যত ঘনিয়ে আসছে, এই অনুমান ততই হাওয়া পাচ্ছে। আগামী সোমবার থেকে নোবেল পুরস্কার ঘোষণার পর্ব শুরু হতে যাচ্ছে।
ধারণা করা হচ্ছে, বিশ্বে মেয়েশিশুদের পক্ষে শিক্ষা অধিকার বাস্তবায়নের তুখোড় কর্মী পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাইও এ পুরস্কার পেতে পারে। পোপ ফ্রান্সিসও পেতে পারেন বলে গুঞ্জন চলছে। এ বছর শান্তিতে পুরস্কারের জন্য ২৭৮ জনের নাম তালিকাভুক্ত হয়েছে। নরওয়ের দুই সংসদ সদস্য মার্কিন নাগরিক এডওয়ার্ড স্নোডেনের পক্ষে আবেদন করেছেন। তারা তার নাম প্রকাশ করেছেন।
পিস রিসার্চ ইনস্টিটিউট অসলোর (পিআরআইও) পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হার্পভাইকেন সেই অল্প কয়েকজনের একজন, যিনি শান্তিতে নোবেলজয়ী হিসেবে সবচেয়ে সম্ভাব্যদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে থাকেন। তিনি বলেন, এখনও তিনি নিশ্চিত হতে পারছেন না- কে পেতে যাচ্ছেন এ পুরস্কারটি। তিনি স্নোডেনকে পুরস্কার পাওয়ার ক্ষেত্রে এ বছরের সম্ভাব্য দ্বিতীয় জন বলে মনে করেন।
তবে তিনি স্নোডেনের চেয়ে এগিয়ে রেখেছেন পোপ ফ্রান্সিসকেই। তাই তিনি মনে করেন, স্নোডেনকে এ পুরস্কার দেওয়া বিতর্কিত ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। তবে নরওয়ের নোবেল ঐতিহাসিকদের পরিচালিত প্রথম সারির ওয়েবসাইট নোবেলিয়ানাডটকম জানিয়েছে, নোবেল কমিটির পাঁচ সদস্য ‘নোবেল কমিটির স্বাধীনতার ওপর জোর দিতে গিয়েও স্নোডেনকে এ পুরস্কারের জন্য সমর্থন দিয়ে বসতে পারেন।’ স্নোডেন মার্কিনিদের চোখে একজন ফেরারি আসামি। বর্তমানে রাশিয়ায় আশ্রিত।সূত্র : এএফপি
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়