Saturday, October 4

বৃটিশ সাহায্যকর্মীর শিরশ্ছেদ করেছে আইএস


কানিউজ ডেস্ক: ইরাকে জঙ্গিদের কাছে জিম্মি বৃটিশ নাগরিক অ্যালান হেনিং-র শিরশ্ছেদ করা হয়েছে, এমন একটি ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা। ৪৭ বছর বয়স্ক উত্তর ইংল্যান্ডের ট্যাক্সিচালক হেনিং গত ডিসেম্বরে সিরিয়া থেকে অপহৃত হন যখন তিনি সেখানে শরণার্থীদের জন্য সাহায্য সরবরাহের কাজ করছিলেন। শুক্রবার প্রকাশিত ওই ভিডিওটি যদিও এখনো পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি, তবে এর আগের ভিডিওগুলোর মতোই ছিল এটি। সেখানেও দেখা যায় কালো পোশাকে হেনিংকে হাঁটুগেড়ে বসিয়ে রাখা হয়েছে এবং পেছনে একজন জঙ্গি বক্তব্য দিচ্ছে। এর আগে আমেরিকান সাংবাদিক জেমস ফলি আর স্টিফেন শটলফ এবং একজন স্কটিশ সাহায্যকর্মী ডেভিড হেইন্সের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে আইএস। হেইন্সের শিরশ্ছেদের ভিডিওতে অ্যালান হেনিংকে হত্যার হুমকি দেয়া হয়েছিল। এরপরে তার পরিবারের সদস্যরা হেনিংকে মুক্তি দেয়ার জন্যে জঙ্গিদের কাছে আবেদন জানান। যদিও তাতে জঙ্গিরা কোনো সাড়া দেয়নি। ভিডিওতে আরেকজন জিম্মিকে হত্যার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট জঙ্গিরা, যাকে একজন আমেরিকান নাগরিক বলে সনাক্ত করা হয়েছে। ডেভিড ক্যামেরন বলেছেন, “আইএস জঙ্গিদের বর্বরতার যে সীমা নেই, এই ভিডিও সেটাই প্রমাণ করে।” হত্যাকারীদের আটক ও বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় সবকিছুই বৃটেন করবে বলেও ঘোষণা দিয়েছেন। আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, “এই মৃত্যু সিরিয়ার মানুষ আর যুক্তরাজ্যের বড় ক্ষতি।” সূত্র: বিবিসি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়