Wednesday, September 17

‘রিভিউ চলবে না’


স্টাফ রিপোর্টার : আপিল বিভাগের দেয়া রায়ে নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এটর্নী জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, রায়ের বিষয়ে আসামি পক্ষের রিভিউ চলবে না। যেহেতু বিশেষ আইনে মামলার বিচার করা হয়েছে তাই রিভিউ করার সুযোগ নেই। তিনি বলেন, আমি আগেও একথা বলেছি। কাদের মোল্লার মামলার বিষয়েও তাই বলেছি। তিনি জানান, পাঁচ সদস্যের বেঞ্চের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এ রায় দেয়া হয়েছে। রায়ের মাধ্যমে দেলাওয়ার হোসাইন সাঈদীর নারী নির্যাতনকারী, ধর্ষণকারী হিসেবে বিচার হয়েছে। তিনি জোর করে ধর্মান্তরিত করেছেন। ইসলাম ধর্মে এটি সমর্থন করে না। এর বিচার হয়েছে। রায়ের মাধ্যমে তার মুখোশ উন্মোচন হল। তিনি বলেন, রায়ের বৈশিষ্ট হল তিনি যতোদিন বাঁচবেন ততোদিন তাকে জেলেই থাকতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়