Wednesday, September 17

অবশেষে সালমানই শাহরুখের ভরসা


অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের ছবি 'হ্যাপি নিউ ইয়ার'। ২১ সেপ্টেম্বর থেকেই ছবির প্রচারণার কাজ শুরু করতে চাচ্ছেন শাহরুখ। কিন্তু সেই সময় টেলিভিশনে ছবির প্রচারণার জন্য মোক্ষম সুযোগ সালমান খানের উপস্থাপনার 'বিগ বস'। এ বিষয়ে শাহরুখ খান সাম্প্রতিক সাক্ষাৎকারে জানান, 'যদিও ছবির প্রচারণা মূলত প্রমোশন টিমের মাথাব্যথা, তবুও সালমান যদি সেই সুযোগটা দেন তবে সেটা হবে খুবই সৌভাগ্যজনক হ্যাপি নিউ ইয়ার ছবির জন্য। সালমানের তরফ থেকেও এ বিষয়টিকে সাদরে গ্রহণের প্রস্তাব জানানো হয়েছে। শাহরুখ অবশ্য জানান দিয়েছেন, 'যদি কোনো অনভিপ্রেত কারণে সালমানের বিগ বসে আমার ছবির প্রচারণা না হয়, তবে সেটির ভিন্ন অর্থ দাঁড় না করানোর জন্য সবার কাছে অনুরোধ রইল।'

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়