স্টাফ রিপোর্টার : যুদ্ধাপরাধ মামলায় জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবি খন্দকার মাহবুব হোসেন ও তাজুল ইসলাম। সকালে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খন্দকার মাহবুব বলেন, যেসব অভিযোগ সাজা দেয়া হয়েছে তাতে সাজা হওয়ার কথা না। এ মামলা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। একজন সাক্ষীকে অপহরণ করা হয়েছে। স্কাইপ কেলেংকারীর জন্য একজন বিচারপতি পদত্যাগ করেছেন। তাই আমরা মনে করি সাঈদীর সাজা হওয়া যৌক্তিক নয়। আমরা এ বিষয়ে আলোচনা করে রায় রিভিউয়ের আবেদন করবো। এডভোকেট তাজুল ইসলাম বলেন, রিভিউয়ের আবেদন করার সুযোগ রয়েছে। অনেকে বলছেন রিভিউ আবেদন করা যাবে না। এটি ঠিক নয়। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পরিবারের সঙ্গে আলোচনা করে রিভিউ আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়