নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে অবৈধ তীর খেলার অপরাধে তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের জেল। কানাইঘাটে অবৈধ ভারতীয় তীর খেলায় জড়িত থাকার দায়ে কানাইঘাট থানা পুলিশ
সোমবার পৃথক অভিযান চালিয়ে সুরইঘাট ও কানাইঘাট বাজার এলাকা থেকে তিনজনকে
আটক করে। আটককৃতরা হলো নয়াখেল গ্রামের আমির আলীর পুত্র ফারুক আহদ (১৯) ও একই
গ্রামের আব্দুল মুছব্বিরের পুত্র মাসুম আহমদ (২৬) এবং রাধানগর গ্রামের
নূরুল হকের পুত্র আব্দুল গফুর (২৬)। আটককৃতদের কানাইঘাট উপজেলা নির্বাহী
কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার আদালতে
সোপর্দ করলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেকে ১০ হাজার টাকা করে
জরিমানা অনাদায়ে তিনমাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়