Monday, September 1

কানাইঘাট ডিগ্রি কলেজকে ‘রাজনীতিমুক্ত’ কলেজ হিসেবে ঘোষণা

 নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি কানাইঘাট ডিগ্রি কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় অধক্ষ্যের কার্যালয়সহ কলেজ ভাংচুর এবং সাধারণ ছাত্র-শিক্ষক লাঞ্ছিত হওয়ার পরিপ্রেক্ষিতে কলেজে শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে সোমবার কলেজ গভর্নিং বডির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও গভর্নিং বডির সদস্য  সাবেক এমপি আব্দুল কাহির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  গভর্নিং বডির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় ঐতিহ্যবাহী কানাইঘাট ডিগ্রি কলেজে শান্তি-শৃঙ্খলা ও পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ব্যাপক আলাপ-আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কানাইঘাট ডিগ্রি কলেজকে একটি রাজনীতিমুক্ত কলেজ হিসাবে ঘোষণা করা হয় এবং আগামী শনিবার থেকে কলেজে যথারীতি ক্লাশ শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া সভায় আরো সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, কোন প্রকার রাজনৈতিক কর্মকান্ড নিয়ে বহিরাগতরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এ বিষয়টি নিয়ে অধিকতর আলাপ-আলোচনার জন্য সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক এবং সুশীল সমাজের সাথে মতবিনিময়ের জন্য আগামী ১১ সেপ্টেম্বর পুনরায় কলেজ গভর্নিং বডির এক সভা আহবান করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়