স্টাফ রিপোর্টার : যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের প্রতিবাদে দুই দিনের হরতাল আহবান করেছে দলটি। বৃহস্পতিবার ও রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে বলে জামায়াতের বিবৃতিতে জানানো হয়েছে। হরতাল ছাড়াও শুক্রবার দোয়া এবং শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন এ কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচির মধ্যে ১৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ১৯ শে সেপ্টেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার হরতাল।
১৯ শে সেপ্টেম্বর শুক্রবার সরকারের জুলুম থেকে পরিত্রাণের জন্য দেশে-বিদেশে আল্লামা সাঈদীর জন্য দোয়া অনুষ্ঠান। ২০শে সেপ্টেম্বর শনিবার দেশব্যাপী বিক্ষোভ। ২১ শে সেপ্টেম্বর রবিবার ভোর ৬টা থেকে ২২ সেপ্টেম্বর সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার হরতাল। ঘোষিত কর্মসূচিসমূহ গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থায় এবং শান্তিপূর্ণ উপায়ে পালনের জন্য দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ছাত্র, শিক্ষকসহ সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানানো হয় বিবৃতিতে।
Wednesday, September 17
এ সম্পর্কিত আরও খবর
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও স্বর্ণের চালান জব্দ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রায়
সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার অভিষেক অনুষ্ঠাননিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়ে
আ.লীগ যা করেছে বিএনপি তা করবে না: মোনায়েম মুন্না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার গত ১৬ বছর দেশে যা করেছে, বিএনপি আগামীতে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্
বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না: মির্জা ফখরুলঅন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পরিষ্কার
রাষ্ট্রপতির পদে শূন্যতা রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে: সালাহউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘রাষ্ট্রপতির পদে শূন্যতা এই মুহূর্তে রা
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য আগামীকাল (মঙ্গলবার, ৩ ডিসেম্বর) নির্ধারণ করা হবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়