নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে রোডপারমিটবিহীন অটোরিক্সা (সিএনজি) গাড়ীর ব্যবসার নামে নৈরাজ্য সৃষ্টি হওয়ায় বিক্ষুুদ্ধ হয়ে উঠেছেন অটোরিক্সার চালকরা। আজ সোমবার বিক্ষুদ্ধ অটোরিক্সার চালকরা নিরাপদে রাস্তায় গাড়ী চলাচলের দাবীতে এবং সম্প্রতি রাস্তা থেকে চালকদের মারধর করে ছিনিয়ে নেয়া অটোরিক্সাগুলো উদ্ধারের দাবীতে রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ত্রিমোহনী পয়েন্টে বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত রাস্তায় ব্যারিকেট সৃষ্টি করে রাখে। এ সময় গাজী বুরহান উদ্দিন সড়কে সবধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি অটোরিক্সা চালকরা ঘটনাটি পৌর মেয়রের পরিবার কেন্দ্রীক হওয়ায় পৌরসভার কার্যালয় ঘেরাও করে মেয়র লুৎফুর রহমানকেও অবরোধ করে রাখে। খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে দ্রুত একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে বিক্ষুদ্ধ চালকদের শান্ত করার চেষ্টা করেন। অটোরিক্সা চালকরা রাস্তা থেকে ছিনিয়ে নেয়া গাড়ীগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত অবরোধের হুমকি দিলে বিষয়টি সমাধানের জন্য পৌর কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক বসে। বৈঠকে মেয়র লুৎফুর রহমান, সদর ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ওসি আব্দুল আউয়াল চৌধুরী, কানাইঘাট দক্ষণি বাজার ৭০৭ শাখার অন্তর্ভুক্ত শ্রমিক নেতাদের আগামী ২ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তির আশ্বাসের প্রেক্ষিতে অটোরিক্সা চালকরা রাস্তা থেকে অবরোধ তুলে নেন। অটোরিক্সা চালকরা কানাইঘাট নিউজকে জানিয়েছেন, সিএনজি গাড়ী ব্যবসা নিয়ে পৌর মেয়র লুৎফুর রহমানের চাচাতো ভাই বেলাল উদ্দিন ও নিকটাত্মীয় মাসুম আহমদের মধ্যে সম্প্রতি বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনার পাশাপাশি পাল্টাপাল্টি বেশ কয়েকটি মামলাও হয়। তাদের বিরোধের কারণে গত কয়েক দিনে বেশ কয়েকটি সিএনজি অটোরিক্সা বিভিন্ন সড়ক থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় তারা রাস্তায় নিরাপদে গাড়ী চালাতে পারছেন বলে জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়